
নিজস্ব প্রতিনিধি :
‘কৃষিই সম্মৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্লুগোল্ড-ডিএই কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর মানিকতলা মোড়ে ট্রান্সফার অব টেকনোলজি ফর এগরিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লুগোল্ড প্রোগ্রাম এর আয়োজনে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিন দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্লুগোল্ড প্রোগ্রাম ডিএই কম্পোনেন্ট প্রকল্প পরিচালক কৃষিবিদ তহমিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার পরিচালক সরেজমিন ইউং কৃষিবিদ চৈতন্ত্য কুমার দাস। এসময় অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান।
বিশেষ অতিথি অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহব আবদুল সাদী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচিতিমূলক বক্তব্য রাখেন মনিটরিং এন্ড ইভলুয়েশন অফিসার কৃষিবিদ মোঃ হুমাউন কবির।
এছাড়া আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণ অফিসার জি,এম.এ গফুর, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন, ব্লুগোল্ড এর জেন্ডার স্পেশালিষ্ট রোকসানা বেগম, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা হাসান হাদী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী, কিরণময় সরকার, রঘুজিৎ গুহ, তামান্না তাছনীম, যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলাম রানাসহ স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা। মেলায় কৃষি প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয়ে ১৪টি স্টল স্থান পেয়েছে। ####
সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাচন আগামী ৩০ মে
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা আহছানিয়া মিশন নির্বাচন ২০১৬-২০১৭ এর নির্বাচন আগামী ৩০ মে সোমবার, সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনের স্থান সাতক্ষীরা আহছানিয়া মিশন এর পরিবর্তে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বুধবার সাতক্ষীরা আহছানিয়া মিশনের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে সংশোধিত নির্বাচনী তফসিলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আহবায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, সাতক্ষীরা আহছানিয়া মিশন, এ, এফ, এম, এহতেশামূল হক সাতক্ষীরা এ তথ্য জানান।##