
আব্দুর রহমান :
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভাতা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা পরিশোধ বই বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়স্ক ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা পরিশোধ বই বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহসীন আলী। অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার আরো ১৫০ জন বয়স্ক ও ৬৬জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের পরিশোধ বই বিতরণ করা হয়। এর আগে পৌরসভায় মোট ১৫৭১জনকে বয়স্ক ভাতা এবং ২৮০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে তাদের ভাতা পরিশোধ বই বিতরণ করা হয়। ভাতা পরিশোধ বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর সমাজকর্মী টিপু সুলতান, ফাতেমা খাতুন, শহর সমাজসেবা অফিসের মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।