সাতক্ষীরায় ভাইয়ের বিরুদ্ধে আব্দুল ওহাবের সংবাদ সম্মেলন


521 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় ভাইয়ের বিরুদ্ধে আব্দুল ওহাবের সংবাদ সম্মেলন
মার্চ ৩১, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::
আমাদের পিতা এখনও জীবিত আছেন। আমরা পিতার ভিটাবাড়িতে বসবাস করি। বাকি সম্পত্তিতে বিভিন্ন গাছগাছালি লাগানো রয়েছে। আমাদের পিতা তার কোন সন্তানকে জমির ভাগ বাটোয়ারা করে দেননি। অথচ আমাদের সেজ ভাই আবু সাঈদ ওরফে শাহজাহান সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মচারীদের সহায়তায় ভূয়া দাতা সাজিয়ে পিতার স্বাক্ষর জাল করে এক একর ৪ শতক সম্পত্তি নিজের নামে দলিল করে নেয়।
সাতক্ষীরা প্রেসক্লাবে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন পুরাতন সাতক্ষীরা দক্ষিনপাড়ার আওরঙ্গজেব সরদারের ছেলে আব্দুল ওহাব সরদার। তিনি বলেন সাতক্ষীরা মৌজায় তার পিতার নামে মোট ১ একর ৪ শতক সম্পত্তি রয়েছে। তিনি আরও বলেন, জাল দলিলের খবরটি জানতে পেরে জবেদা নকল কপি সংগ্রহ করি। এ বিষয়ে ভাই আবু সাঈদের কাছে জানতে চাইলে সে আমাদের হুমকি ধামকি প্রদর্শন করে। এরই মধ্যে ওই জাল দলিল দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে ঋন গ্রহন করেছে ভাই আবু সাঈদ। সংবাদ সম্মেলনে আব্দুল ওহাব আরও বলেন, তাদের পিতা আওরঙ্গজেব বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন। আমরা এ ব্যাপারে অন্যান্য সকল ভাইদের পক্ষ থেকে পিতার জমির জাল দলিল সৃষ্টিকারী ভাই আবু সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

##