
আব্দুর রহমান মিন্টু,সাতক্ষীরা :
ভিজিডি’র চাল কম দেয়ায় অবরুদ্ধ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন রায়কে তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ট্যাক অফিসার।
বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তাকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়রা জানান, ভিজিডি’র কার্ডে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছিল ২২ কেজি করে। বার বার বলা সত্ত্বেও না শোনায় বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যান দেবীরঞ্জনকে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা ট্যাক অফিসার এসে তাকে উদ্ধার করেন।
তালা উপজেলা ট্যাক অফিসার ও উপজেলা সমবায় অফিসার মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ১২৩ জন দুস্থ নারী চাল নেয়ার জন্য ইউনিয়ন পরিষদে জড়ো হন। এ সময় তাদের ২২ কেজি করে চাল দেয়া হয়। ঘটনাটি জানাজানি হলে বঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে।