
রাহাত রাজা :
প্রচন্ড গরমে খেটে-খাওয়া শ্রমিকদের পাশে ডাব নিয়ে দাঁড়ালেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি । প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত ভ্যানচালক ও অন্যান্য শ্রমিকদের ঘাম মুছে দিয়ে ঠান্ডা ডাব খাওয়ান তিনি।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের থেকে শ্যামনগর যাওয়ার পথে নিউমার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ভ্যান রিকশা চালক ও পথচারিদেরকে তিনি ডাব খাওয়ান। এ সময় তার সাথে ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অসিম কুমার মৃধাসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শ্রমিকরা আনন্দ চিত্তে বলেন, একজন সংসদ সদস্য এমন ঘটাতে পারে তারা কখনো ভাবতেও পারেননি। জীবনে প্রথম বার কোন এমপি সাহেব আমাদের সাথে এমন আন্তরিকতা প্রকাশ করেছেন। হঠাৎ এমপিকে কাছে পেয়ে এবং তার আন্তরিকতা দেখে শত শত ভ্যানচালক ও সাধারণ মানুষ হতবাগ হয়ে পড়েন। তারা জগলুল হায়দারের জন্য মন খুলে দোয়া করেন।
এসময় জগলুল হায়দার বলেন, জনপ্রতিনিধি হিসেবে সবার ভালো-মন্দ দেখার চেষ্টা করে যাচ্ছি। প্রচন্ড গরমে শ্রমিক ভাইদের একটু ঠান্ডা পানি অনেক উপকার হবে। প্রচন্ড তাপদাহে রোদে বেশিক্ষণ থাকলে পানিশূন্যতাসহ নানা রোগ দেখা দিতে পারে। তাই শ্রমিককে ভাইদেরকে ডাবের ঠান্ডা পানি খাওয়ালাম। তারা খুশি হয়ে শুধু আমার জন্য না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও প্রাণ খুলে দোয়া করেন।
###