
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় দুই মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন, ভোমরা স্থলবন্দর এলাকার মৃত আব্দুল জলিল গাজী’র ছেলে চা ব্যবসায়ী মোঃ হাসান (৩৫)। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে শ্রীপুর থেকে কুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আরশাদ আলী গাজী (৫০) কে ৩০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ১৯(১) ধারার ৭(ক) অনুচেছদ অনুযায়ী তাদের উভয়কে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।