
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় এক মাদক ব্যবসায়ীকে ৩মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী গতকাল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত গাজা ব্যবসায়ী হলেন, দক্ষিণ পাথরঘাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলতাফ হোসেন (২২)। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ১৯(১) ধারা টেবিলের ৭(ক) অনুচেছদ অনুযায়ী তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।