
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় মটর সাইকেলের ধাক্কায় হাসানুজ্জামান হাসান (৩২) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি শহরের পলাশপোল এলাকার বেলায়েত সরদারের ছেলে। শুক্রবার ভোররাত দেড়টার দিকে শহরের নতুন জজ কোর্টের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন মটর সাইকেল চালক আলমামুন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসান শুক্রবার ভোররাত দেড়টার দিকে শহরের নতুন জজ কোর্টের সামনের একটি আম গাছ তলায় আম কুড়ানোর সময় দ্রুত বেগে একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাতœক আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় আহত হন ওই মটর সাইকেলের চালক আলমামুন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আব্দুল হাসেম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কেউ কোন মামলা দায়ের করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##