
নাজমুল আলম মুন্না ::
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ বছর পূর্তিতে সাতক্ষীরা জেলা শাখার এক বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬ টা সাতক্ষীরা পোস্ট অফিস মোড় হতে মিছিলটি শুরু হয়ে সাতক্ষীরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবারও পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব প্রদান করেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কার শেলি, কেন্দ্রীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা জাসদের সহসভাপতি বিশ্বাস আবুল কাশেম, যুগ্ম সাঃ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসেন খান চৌধুরী ও জাসদ সমর্থিত জেলা ছাত্রলীগ সভাপতি এস এম আব্দুল আলীম। মিছিল ও সমাবেশ শহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।