
আব্দুর রহমান ::
মধুমল্লার ডাংগী বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার বরাদ্দ প্রদান করা হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু উক্ত প্রকল্পের চিঠি সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিল শেখ শফিক উদ দৌলা সাগরের কাছে প্রদান করেন।
এসময় সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় তৈরি করা হচ্ছে মডেল মসজিদ। সাতক্ষীরা জেলা পরিষদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদের পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু প্রতিনিয়ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। এছাড়া অসুস্থ, দুস্থ এবং গৃহহীন পরিবারে গৃহ নির্মাণসহ সহযোগিতা প্রদানে দৃষ্টান্ত স্থাপন করেছেন।