
নাজমুল আলম মুন্না ::
মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় উপরোক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অনুষ্ঠানে প্রধান অতিথির থেকে আলোচনা ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এর আগে সকাল সাড়ে ৯ টায় শহীদ আব্দুর পার্কে শহীদ আব্দুর রাজ্জাকের সমাধীতে পুস্পমাল্য অর্পন ও কবর জিয়ারত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিব, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মোশারেফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান,
আরডিসি মোঃ মহিউদ্দিন, এনডিসি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ভোক্তা অধিকার সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম,কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বরসার সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ নাজমুল আলম মুন্না, প্রোগ্রাম অফিসার (ওসিসি) মোঃ আব্দুল হাই সিদ্দিক প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় টুঙ্গিপাড়ার মিয়াভাই চলচ্চিত্র প্রদর্শন হয় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাছরিন খান লিপি ও রোজবাবুর নের্তৃত্বে মঞ্চে সমবেত সঙ্গীত, একক সংগীত, নৃত্য ও কবিতা আবৃতিতে অংশগ্রহন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়া বিকাল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।