
আব্দুর রহমান :
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত এ ক্ষুদ্র ঋণের চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণা, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান প্রমুখ। এসময় ১শ ৪জন মহিলার মাঝে ১৩লক্ষ ৩০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সিনিয়র সদস্য সাহানা মুহিত।