
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা কার্যালয়ে মঙ্গলবার মহিলা পরিষদের অফিসে এক আলোচনা সভা ও কর্মি সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক তৈয়েবা বেগমসহ জেলা কমিটির সদস্যা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ। সভায় সাংগঠনিক মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা। উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন বাংলাদেশ মহিলা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন, যার মূল উদ্দেশ্য হল অসহায়, নির্যাতিত, নিপীড়ত নারীদের উন্নযনে বিভিন্ন উন্নয়ন ইস্যু নিয়ে ্য কাজ করা। নারীদের উন্নয়নের জন্য তাদেরকেই সচেতন হতে হবে। নারীদেরকে শিক্ষিত করতে পারলে,তাদের মাঝে সচেতনা বৃদ্ধি পাবে। নারীরা শিক্ষিত হলে সমাজ থেকে বাল্য বিবাহ,নারী পাচার, নারী নির্যাতন, ধর্ষন কমে যাবে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। সমাজের মানুষকে সচেতন করতে পারলে আমাদের এ সমাজ থেকে বাল্য বিবাহ, নারী নির্যাতনসহ সকল সামাজিক প্রতিবন্ধকতা দুর করা সম্ভব হবে। সমাজ থেকে, দেশ থেকে এ বাল্য বিবাহ ও নারী নির্যাতন দুর করতে হলে আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। এ জন্য সমাজের সকল স্তর থেকে সকলে এগিয়ে না আসলে বাল্য বিবাহ ও নারী নির্যাতন কখনও দুর করা যাবে না, আর এই কাজটি শুরু করতে হবে নিজেদের পরিবার থেকে। সমাজের সকল নারীদেরকে সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহবান ও সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভা ও কর্মি সমাবেশ সমাপ্ত হয়।