
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৫। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন এর উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব এমএ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী হারুন প্রমুখ।
সভায় বক্তারা সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় মাদকদ্রব্যের পাচার ও অবৈধ ব্যবহার বন্ধে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান।
পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৫ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।