
আব্দুর রহমান :
সাতক্ষীরায় শেখ বাবু (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০নভেম্বর) সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী এ ভ্রাম্যমান আদালতে এ দন্ড প্রদান করেন। এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে বাবু এ এলাকায় ফেন্সিডিল ও গাঁজা’র ব্যবসা করে আসছে এবং সে নিজেও মাদকাসক্ত। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী জানান, মঙ্গলবার সকাল ১১টায় মথুরাপুরে তার নিজ বাসা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। সে মথুরাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ভ্রাম্যমান আদালতের ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৭ (ক) ধারায় তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।