
খন্দকার আনিসুর রহমান :
সাতক্ষীরায় মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে সুলতানপরুস্থ ক্যাথলিক মিশন প্রঙ্গনে মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের পরিচালক সাবেক ব্যাংকার হেনরী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তার বক্তব্যে বলেন, শিক্ষকরাই পারে দেশকে দূর্নীতিমুক্ত করতে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যৎ। শিশুদের উন্নত শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলন, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, যুবলীগ নেতা শেখ শফিউদ্দিন শফি, মনিং সান প্রি ক্যাডেটের পরিচালক আমিনুর রহমান কাজল, মোঃ শফিকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবির ক্যাপশানঃ সাতক্ষীরায় মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন করছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।