
ফয়জুল হক বাবু ::
মহান বিজয়ের ৫১ তম বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কোরাইশী ফুড পার্কে ব্যঘ্র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থান করেন কথাসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী।
হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, এড. সালাউদ্দীন ইকবাল লোদী, প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিলো ধর্ম নিরপেক্ষতা। কিন্তু আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বীষ উপড়ে ফেলতে হলে অবশ্যই ৭২’র সংবিধানে ফিরে যেতে হবে। প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে আমাদের শুরুটা করতে হবে। আর এ জন্য প্রয়োজন দল নিরেপক্ষ সাংস্কৃতিক বিপ্লব।