
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের কল্যানে এককলীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি অনুদানের চেক বিতরণ করেন।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজ
সেবা অফিসার রোকনুজ্জামান, সাতক্ষীরা সোনালী ব্যাংকের মূখ্য অফিসার কৃষ্ণপদ সরকার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।