
ইব্রাহীম খলিল :
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিল প্রতিদ্বন্দি প্রার্থীদের পরিচিতি ও জনগনের মুখোমুখি অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সচেতন নাগরিক কমিটি (সনাক) উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে।
সনাক সাতক্ষীরার সভাপতি ড. দিলারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-কমিটির আহবায়ক এ্যাড: এ কে এম শহীদুল্যাহ, টিআইবির সিনিয়র প্রগ্রোম অফিসার কাজী শফিকুর রহমান অলিউর রহমান, সুলতানা শিলা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মেয়র ও কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করানো হয়।অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার চারজন মেয়র প্রার্থী ও কাউন্সিলরা উপস্থিত ছিলেন। জনগনের মুখোমুখি অনুষ্ঠানে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে শেখ সাহাদাৎ হোসেন, বিএনপির ধানের র্শীষ প্রতীক নিয়ে তাজকিন আহমেদ চিশতী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শেখ আজহার হোসেন স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে নাছিম ফারুখ খান মিঠু জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় মেয়র প্রার্থীরা নির্বাচিত হতে পারলে সাতক্ষীরা পৌরসভা উন্নয়নে বিভিন্ন বক্তব্য দেন।