
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার বিভিন্ন স্থানে মেয়র প্রার্থী আবু সায়ীদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আবু সায়ীদ বৃহস্পতিবার বিকাল থেকে সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ড কুখরালী আমতলা মোড়, বাঁকাল কোল্ডষ্টোর মোড়, বাঁকাল ব্রীজসহ জেলা শহরের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামান রাশি, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, ৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবলীগ নেতা হারুণ-উর-রশিদ, শহিদুল ইসলাম পুটে, রবিউল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
আবু সায়ীদ এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।