
আব্দুর রহমান ::
ওজনে কারচুপি, খাদ্যদ্রব্যে মানবদেহের জন্য ক্ষতিকর অননুমোদিত নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে সঠিক মোড়ককরণ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৭মার্চ) বিকালে ঝাউডাঙ্গা বাজারে মিস্টির দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। এসময় সদর থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মিস্টি ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। তারা হলেন শফিকুল ইসলামের ছেলে ইমরান রেজা ১ হাজার টাকা, রঞ্জন ঘোষ’র ছেলে সুমন ঘোষ ১ হাজার টাকা, লোলিত মোহন ঘোষ’র ছেলে দুর্গাপদ ঘোষ এবং ভাত ও মিস্টির হোটেল মালিক হযরত আলীর ছেলে আলমগীর কে ১হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, খাদ্য সুরক্ষা বিধির তোয়াক্কা না করে সাতক্ষীরার অধিকাংশ মিষ্টির দোকানে খোলা হাতেই মিষ্টিজাত পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এতে ওই মিষ্টি যে বা যারা খাচ্ছেন তাদের শরীরে ব্যাকটিরিয়াজনিত ও পানিবাহিত সংক্রমণের আশঙ্কা থাকে। কিন্তু খাদ্য সুরক্ষা বিধির তোয়াক্কা না করে বেশিরভাগ মিষ্টিজাত খাদ্যসামগ্রীর দোকান মালিকরা ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষার তোয়াক্কা করছেন না।
##