সাতক্ষীরায় যমুনাটিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


333 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় যমুনাটিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এপ্রিল ৫, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দর্শক প্রিয় স্যাটালাইট চ্যানেল যমুনাটিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিছুর রহিম, দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সুভাষ চৌধুরী, মোস্তাফিজুর রহমান উজ্জল, অসীম চক্রবর্তী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বারী, সেলিম রেজা মুকুল, ফারুক মাহবুবুর রহমান, শাহীন গোলদার, আসাদুজ্জামান, শামীম পারভেজ, জনতা ব্যাংকের সিনিয়ার অফিসার শাহিনুর ইসলাম, বুশরা গ্রুপের চেয়ারম্যান নাসিম হায়দার, ব্রেকিং দ্যা সাইলেন্স কর্মকর্তা শরিফুল ইসলাম, ফাহাদ. কাদের প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনাটিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজীব। বক্তারা খুব অল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শক জনপ্রিয়তা অর্জন করায় যমুনাটিভির ভূয়সী প্রশংসা করেন। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। একই স্থানে বিভিন্ন মোবাইল অপারেটররা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিশট্রেশন করেন। ##