
আসাদুজ্জামান :
সাতক্ষীরায় তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী মোনাজাতে মানবতাবিরোধী অপরাধী মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদীর মুক্তি কামনা করে উস্কানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার ভবারবেড় এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাওলানা ইনামুল হাসান (২৫), পুরাতন সাতক্ষীরার নুর আলীর ছেলে জামায়াত নেতা কামরুল ইসলাম (৫২) ও সাতক্ষীরা সদর উপজেলার বেলায়েত আলী মন্ডলের ছেলে শহীদুর রহমান (৫০)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রাতে রসুলপুরে একটি ওয়াজ মাহফিলের সমাপনী মোনাজাতে মানবতাবিরোধী অপরাধী মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদীর মুক্তি কামনা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। ##