সাতক্ষীরায় যুবলীগের আহবায়ক মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


1140 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় যুবলীগের আহবায়ক মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
এপ্রিল ২, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :::
বাংলাদেশ আওয়ামীযুবলীগ সাতক্ষীরা জেলা শাখার অহওয়াবায়ক আব্দুল মান্নানের নামে মিথ্যা মামলা প্রতাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলাযুবলীগের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার ১৪ টি ইউনিয়ন যুবলীগের সমন্নয়ে স্লোগানে মুখরিত হয়ে বিকেলে শহরের সংগ্রামটাওয়ারের সামনে থেকে বিক্ষভ মিছিল নিউমার্কেট অভিমুখে হয়। এসময় হাটের মোড়ে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিম সদস্যরা মিছিলে বাধা দেয়,মিছিল টি পুনরায় সংগ্রাম টাওয়ারের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলত হয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান।

এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম সহ সভাপতি মোঃ জাহিদ হোসেন,গোলাম কিবরিয়া বাবু,শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা মন্ডল,সাধারন সম্পাদক মিজানুর রহমান,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার কবির লিটু,সাধারন সমপাদক সাইফুল ইসলাম,দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান,সাধারন সমাপাদক বিজয় ঘোষ,তালাউপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির,সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল,কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজি আসাদুজ্জামান শাহাজাদা প্রমূখ।বক্তারা বলেন সাবেক ছাত্রনেতা জেলা আহবায়ক  অব্দুল মান্নানের নিঃশর্ত মুক্তির দাবি জানান । এসময় নেতা কর্মীরা বলেন দলের নিবেদীত ত্যাগীনেতাদের উপরে জেলা যুলুম অত্যাচার করে হাইব্রিট নেতাদের দলে শোভাগমন ঘটেছে এরা দলের প্রকিত শত্রু মান্নানের মুক্তি না দেওয়া হলে লাগাতার কর্মসূচীর মাধ্যমে যুবলীগ রাজপথে থাকবে।
##