
আব্দুর রহমান :
‘জনকল্যাণে রাজস্ব, সম্মৃদ্ধির সোনালী দিন-আনতে হলে আয়কর দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় রাজস্ব সংলাপ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে এ রাজস্ব সভায় সভাপতিত্ব করেন কর অঞ্চল খুলনা’র কর কমিশনার সুনীল কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর আপীল অঞ্চল খুলনা’র কর কমিশনার প্রশান্ত কুমার রায়, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান (মিঠু), সাবেক সভাপতি আলহাজ্ব দ্বীন আলী, আলহাজ্ব আব্দুল মান্নান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক শেখ আবুল বাশার পিয়ার, শেখ কামরুল হক চঞ্চলসহ কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।