
এস এম সেলিম হোসেন :
সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে রোভার স্কাউটসের জনক ব্যাডেন পাওয়েল এর ১৫৯ তম জন্ম বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে র্যালীটি শুরু হয়ে রোভার ডেনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে রোভার ডেনে আলোচনা সভা ও কেক কাটা হয়। রোভার নেতা তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ। বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম আজাদ, পৌরসভার সংরক্ষিত মহিলা কান্সিলর জ্যোসনা আরা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আবু সাঈদ, রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ আল মামুন, বিএনসিসি এর ক্যাডেট আন্ডার অফিসার ইখতেয়ার উদ্দিন, রোভার স্কাউট গ্রুপের খ ইউনিটের সিনিয়র রোভার মেট নজিবুল্লাহ, গার্লস ইউনিটের সিনিয়র রোভার মেট মৌসুমী মৌমিতা বর্ণা, আরিফুল ইসলাম, মেহেদী হাসান, মুক্তাদির হোসেন, আজিমুল ইসলাম, শাহানা শাহরিন জুহি, অনন্যা সাহা সহ রোভার স্কাউটসের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র রোভার মেট সেলিম হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রোভার স্কাউট সমগ্র বিশ্ব ব্যাপী একটি সেচ্ছাসেবী সংগঠন। রোভার স্কাউট তার জন্মলগ্ন থেকে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। রোভার স্কাউট বিভিন্ন জনকল্যান মূলক সেবায় নিয়োজিত থেকে অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্য ধারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সরকারি কলেজ রোভার শুধুমাত্র সাতক্ষীরানয় খুলনা বিভাগ ছাড়িয়ে এমনকি সারা বাংলাদেশে তাদের স্বাক্ষর বহন করে চলেছে। বক্তারা আশা প্রকাশ করেন এবার সাতক্ষীরা সরকারি কলেজ বিশ্বের অন্যান্য দেশেও তাদের স্বাক্ষর বহন করবে।