
নাজমুল আলম মুন্না ::
বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকাল সাড়ে ৪ টায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা এর কার্যালয়ে এক র্যালী উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও দিবস উদ্যাপন কমিটির আহবায়ক মোঃ আবদুল লতিফ খাঁন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ এমএ সাইদ, এনডিসি আবু সাঈদ, জেল সুপার মোঃ আবু জাহেদ, সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর কবির, কোর্ট ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, পিপি এ্যাড. ওসমান গণি, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আবু বক্কর সিদ্দিকসহ উন্নয়ন সংগঠন বরসা, ওয়ার্ল্ড ভিশন, সদর হাসপাতাল ওসিসি, ব্র্যাক, স্বদেশ, জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা সরকারী কলেজ, জেলা তথ্য অফিস ও জাগরণী চক্র ফাউন্ডেশন।