সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক শিক্ষা সফর


463 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক শিক্ষা সফর
মার্চ ১৬, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক শিক্ষা সফর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরের উপকন্ঠে আব্বাস মিয়ার বাগান বাড়িতে অনুষ্ঠিত শিক্ষা সফরে আইনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। দিনভর অনুষ্ঠানে কবিতা, গান, ক্যারিয়ার প্লানিং, মজার খেলাধুলায় মেতে উঠে ল স্টুডেন্টস ফোরামের শিক্ষার্থীরা। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জজ শীপের পিপি এড. এস এম ওসমান, সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. হোসনে আরা, সিনিয়র প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক এড. মুনির উদ্দীন, প্রভাষক এড. নাজমুন নাহার ঝুমুর, প্রভাষক এড. লাকী ইয়াসমিন, প্রভাষক এড. শরীফ আজমীর রোকন, ল স্টুডেন্টস ফোরামের সিনিয়র সহ সভাপতি আব্দুর রব পলাশ, সহ সভাপতি জান্নাতুন নাহার, আলমগীর কবীর সুমন, শেখ মোখলেছুর রহমান, বার্ষিক আনন্দ আয়োজন উৎযাপন কমিটির আহবায়ক নূর আলী, মোঃ মোখলেছুর রহমান, রোজিনা পারভীন, ফিরোজী খাতুন, আব্দুল্লাহ আল মামুন, কার্তিক চন্দ্র, প্রবাল কুমার, কামরুন্নাহার কাকলী, তৈয়েবা রহমান, বিপ্লব হোসেন, গোবিন্দ কুমার প্রমূখ। অনুষ্ঠানে অতিথিমন্ডলীকে ল স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি