
মাহফিজুল ইসলাম আককাজ :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথম শারীরিক শিক্ষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির আয়োজনে সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শারীরিক শিক্ষাবিদ দিবসের এক বণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দর রাজ্জাক পার্কে আলোচন সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সদর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি ভদ্র কান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের দেহ-মন সুস্থ রাখতে হলে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। একজন শারীরিক শিক্ষাবিদ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা শারীরিক শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবদিন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা স্কাউটস এর সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, শারীরিক শিক্ষাবিদ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, এসএম নজমুস শাহদাত পলাশ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।