
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাবিয়া খানম এর জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২ টায় সাতক্ষীরা সদর উপজেলা মল্লিক পাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মালী, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, বাবুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক কুদ্দুস আলী, পিএন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মল্লিক রফিকুজ্জামান রবি। বিশিষ্ট ব্যবসায়ী শেখ হেলাল উদ্দীন, সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, মরহুমার পুত্র বাবুলিয়া হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হুমায়ন খান চৌধুরী ও ব্যাংকার একরামুল কবির খান চৌধুরী। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মিজানুর রহমান।
জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়।