
আসাদুজ্জামান ::
সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী এবং নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার বেলা ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখারর সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখারর সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমান, শিবপদ গাইন অধ্যাপক এ.আর.এম মোবাসেরুল হক, আবু সাঈদ, বিধান চন্দ্র সাধু, উপধ্যাক্ষ ময়নুল হাসান,অধ্যপক নুর মোহাম্মদ পাড়, অমিত চক্রবর্তী, প্রভাষক বাসু দেব সিংহ প্রমূখ।
বক্তারা এ সময় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ দেশব্যাপী শিক্ষক লাঞ্ছিতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টামূলক শাস্তির জোর দাবি জানান।