
আসাদুজ্জামান :
“আগামীর জন্য বিনিয়োগ, শিক্ষার অধিকার চাই-এখনই” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গন স্বাক্ষরতা অভিযান ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক উপধ্যাক্ষ প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের উপধ্যাক্ষ মইনুল হাসান, এন,ডি,সি মাইনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নের প্রধান ও পূর্ব শর্ত। তাই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে শিক্ষায় অধিক বিনিয়োগ করতে হবে।###