সাতক্ষীরায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা


439 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহমান,সাতক্ষীরা ::
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কার্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার আহবায়ক প্রভাষক এম সুশান্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাশিপ’র কেন্দ্রীয় নেতা আফসার উদ্দিন আহমেদ বাবলু।
এসময় তিনি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রশ্নোত্তর পূর্বে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। নিঃসন্দেহে বেসরকারি শিক্ষকদের জন্য এটি একটি সুখবর। জাতীয়করণ শুধু টাকার বিষয় নয়। এটা সরকারের রাজনৈতিক নীতি-নির্ধারণী বিষয়। এ জন্য দরকার দেশের সব শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা আবশ্যই জাতীয়করণ করতে হবে।’
মতবিনিময় সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, আসন্ন বাংলা নববর্ষে বৈশাখী ভাতাসহ বিভিন্ন দাবীর কথা উল্লেখ করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতি, সহকারী অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক ইউনুছ আলী খান, অরুপ কুমার সাহা, গাজী শাহ্জাহান সিরাজ, অধ্যাপক আব্দুল আজিজ, পার্থ সারথী সেন, সাইদুল ইসলাম, প্রভাষক মফিজুল ইসলাম, নিশিকান্ত ব্যানার্জী, পরিমল দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বাশিপ’র জেলা সচিব আব্দুল মালেক গাজী।
##