সাতক্ষীরায় শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা


368 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
মার্চ ২৮, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম :
সাতক্ষীরায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সুলতানপুর ক্যাথলিক গীর্জা সম্মেলন কক্ষে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট, এস বি আর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের অংশগ্রহনে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি এ্যড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাইল্ড সেফটিনেট প্রজেক্টের এরিয়া কো-অর্ডিেেনটর স্টিফেন বিশ্বাস, টেকনিক্যাল কো-অর্ডিনেটর সৈকত মজুমদার, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এন টিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, জনকন্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, চ্যানেল একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জী, সাংবাদিক সেলিম রেজা মুকুল, শেখ ফরিদ আহমেদ ময়না সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেসি এন্ড পার্টনারশিপ অফিসার রেহেনা তাসলিম মিঠু।