
স্টাফ রিপোর্টার :
সংবাদপত্র বিক্রয় কর্মীদের সম্মানে প্রকাশিতব্য দৈনিক সাতনদী পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা অফিসার্স ক্লাবে ইফতার মাহফিল আয়োজন করা হয়। সাতনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা শেখ হারুণ অর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ৭১’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যাণার্জী, এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুস সামাদ, মিলেনিয়াম ইউএসএ টিভি ও ফাস্টনিউজ বিডির সাতক্ষীরা প্রতিনিধি আলতাফ হোসেন বাবু,সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান, সংবাদ পত্র বিক্রয় কর্মী আহসান উল্লাহ মুকুল, মকবুল হোসেন, সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাবান আলী, মনিরুল ইসলাম, বজলুর রহমান, আলাউদ্দীন প্রমুখ।