
স্টাফ রিপোর্টার ::
বর্ণমালা একাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী নৃত্য কর্মশালার সমাপনি অনুষ্ঠান আগামীকাল ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
নৃত্য কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বর্ণমালা একাডেমির সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না।
##