সাতক্ষীরায় সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুবদের নেটওয়ার্কিং সভা


401 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুবদের নেটওয়ার্কিং সভা
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা ::
উন্নয়নের মূল ধারায় যুবরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন সংস্থা (হেড) এর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুবদের এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মিজানুর রহমান, বাংলাদেশ সমাজসেবা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না ও বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখার উর্দ্ধতন কর্মকর্তা জিনিয়া আফরিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয় সরকার, সুফিয়া খাতুন, রাইমা খাতুন, আমিন বিশ্বাস, সালমা আক্তার ও দি সাতক্ষীরা নার্সারির মালিক মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লাবসা, বল্লী, নগরঘাটা, ভোমরা, আলিপুর, ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন দলের যুবক-যুবতী ও নার্সারী মালিক সমিতির ২৪ জন।