
শরিফুল ইসলাম ::
উন্নয়নের অগ্রযাত্রায় আরো এক ধাপ এগিয়ে যাবার পথে বাংলাদেশ। পূরণ হতে যাচ্ছে আরো একটি স্বপ্ন। আরো একটি প্রত্যাশা। বিশ্বের বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। সোনায় মোড়ানো সোনার বাংলা একদিন শ্মশানে পরিণত করেছিলো যারা, তাদের মুখে ছাঁই দিয়ে আবার আশার আলো জ্বেলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হচ্ছে। অবাক বিশ্ব। অর্থনৈতিক মুক্তির যে আন্দোলনের স্বপ্নের বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্ন আজ হাতের মুঠোয় এনে দিচ্ছেন তাঁরই তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, একুশে টিভি’র জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, ইনকিলাব’র জেলা প্রতিনিধি আব্দুল ওয়াজেদ কচি, বাংলাভিশন’র জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, বিডিনিউজ টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, বরুণ ব্যানার্জী, আমিনা বিলকিস ময়না, দৈনিক পত্রদূত প্রত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. আব্দুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান প্রমুখ।