
আব্দুর রহমান মিন্টু :
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাঙ্গনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় বস্তুর মধ্যে ছিল, নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, নাছরীন খান লিপি, মো. মাসুদুর রহমান,শামীমা পারভীন রতœা। গানে বিচারকের দায়িত্ব পালন করেন, আবু আফ্ফান রোজবাবু, মনজুরুল হক, শেখ মমিনুর রহমান। অভিনয়ে বিচারকের দায়িত্ব পালন করেন, পল্টু বাসার, বরুণ ব্যানার্জী, সামিম পারভেজ। এই সময় আরো উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান মিলটন প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় সব চেয়ে ক্ষুদে অংশগ্রহনকারী ছিলেন বর্ণমালা একাডেমীর ছাত্রী সাফানা ফারদিন দিঘী। আধ-আধ কন্ঠে ওই ক্ষুদে আবৃতিকারকের আবৃতি শুনে রীতিমত মুগ্ধ হন সেখানে উপস্থিত অতিথি, বিচারক , অভিবাক ও অংশগ্রহকারীরা । দিঘী সাতক্ষীরার ছফুরণনেছা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সেলিনা সুলতানা লিপি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ,ভয়েস অব সাতক্ষীরা ডটকম সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামানের মেয়ে।