
স্টাফ রিপোর্টার :
সাব-রেজিস্ট্রারকে অন্যায়ভাবে প্রভাবিত করে এক ব্যক্তির জমি তার আপন ভাইরা দানপত্র করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার ব্যাংদহা-জোড়দিয়া গ্রামের মৃত লক্ষ্মীকান্ত চক্রবর্তীর ছেলে আনন্দ মোহন চক্রবর্তী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ৫ সন্তানের মধ্যে ৪ মেয়ের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে সংসারবিমুখ হওয়ায় আমি আমার ব্যাংদহা মৌজার এসএ ৯৫ খতিয়ানের সাড়ে ২৪ শতক ও জোড়দিয়া মৌজার হাল এসএ ৮২৩ খতিয়ানের ২৯ শতক জমি আপন ছোট ভাই গোবিন্দ লাল চক্রবর্তী ও সৎচিদানন্দকে দেখাশোনার দায়িত্ব দেই। এ সময় তারা বলে- জমি দেখাশোনা করতে গেলে পাওয়ার অব এ্যাটর্নি করে দিতে হবে। সরল বিশ্বাসে পাওয়ার অব এ্যাটর্নি করে দিতে গেলে তারা সদর সাব-রেজিস্ট্রারকে অন্যায়ভাবে প্রভাবিত করে আমাকে সাব-রেজিস্ট্রারের সম্মুখে না নিয়ে আমার সব সম্পত্তি দানপত্র করে নেয়। পরে বিষয়টি জানতে পেরে আমি জেলা যুগ্ম জজ ১নং আদালতে একটি কেস করি। যা বর্তমানে বিচারাধীন। মামলা করার পর আমাকে তারা হত্যার হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। ##