
শরিফুল ইসলাম, সাতক্ষীরা ::
‘সাহিত্যে জাগবে মানবতা, বিশ^সাম্য অহিংসতা’ স্লোগানে সাহিত্য সম্মেলন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) সকালে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ অডিটোডিয়ামে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে এ সম্মেলনে মো. শহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও দন্ত চিকিৎসক ডা. মো. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম, গবেষক ও প্রাবন্ধিক কাজী মোহাম্মদ অলিউল্লাহ, প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল হামিদ, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সহিত্যিক হোসেনউদ্দীন হোসেন কবিতা ভাস্কর চৌধুরী, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, মাসিক সাহিত্যপাতার উপদেষ্টা মো. আব্দুর রব ওয়ার্ছি, ঈক্ষণ সাহিত্য সংসদের সম্পাদক পল্টু বাশার, মাসিক সাহিত্যপাতার সম্পাদক মো. আব্দুর রহমান, মাসিক সাহিত্যপাতার সহ-সম্পাদক মো. শরিফুল ইসলাম, তৃপ্তি মোহন মল্লিক, অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। সম্মেলনে অতিথিবৃন্দ জেলা সাহিত্য পরিষদের প্রকাশনা ‘ভোর’ মোড়ক উন্মোচন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।
##