
কৃষ্ণ ব্যানার্জী ::
উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘সুশীলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের টাইগার পয়েন্টে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের সভাপতি চন্দ্রিকা ব্যানার্জী। দেশের বিভিন্ন কর্মএলাকার পাঁচ শতাধিক কর্মীর অংশগ্রহণে উদযাপিত সুশীলন দিবসে বক্তব্য রাখেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, পরামর্শক মুজিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান প্রমুখ।
এর আগে শনিবার প্রথম প্রহরে সুশীলন দিবস উপলক্ষ্যে টাইগার পয়েন্টে ১০ হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।
দীর্ঘ ২৭ বছর ধরে উপকূলীয় মানুষের বন্ধু হিসেবে পাশে থেকেছে ‘সুশীলন’। দেশের ৩৬টি জেলার মানুষের সুখে-দুঃখে সব সময় সামনে থেকে সেবা দিয়ে গেছে প্রতিষ্ঠানটি। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা, বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদনে লবণ সহনশীল ধান বীজ বিতরণ, সুপেয় খাবার পানির সংকট দূরীকরণ, স্কুল ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনসহ উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংস্থাটি।
##