
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরায় সৌখিন মাছ শিকারের নামে চলছে টিকিট বানিজ্য। মাছ শিকারের জন্য একটি ছিপের জন্য সর্ব নিম্ম টিকিটের মূল্য ১০০০হাজার টাকা থেকে ৫০০০হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। শিকারীরা সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত মাছ ধরতে পারবে। টিকিটের টাকা অগ্রিম পরিশোধ করতে হয়। সরকারী নিয়ম নিতি না মেনেই চলছে এই টিকিট বানিজ্য এ থেকে সরকার হারাছে হাজার হাজার টাকার রাজস্ব্য অর্থ । উপকূল অঞ্চলের বিভিন্ন বাগান থেকে নালসো পিঁপড়ার বাসা ভেঙে ডিম ও বাচ্চা সংগ্রহ করায় নালসোর বংশ বিস্তার যেমন বাধাগ্রস্থ হচ্ছে তেমনি জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে।শুধু তাই না নালসোর পিপঁড়ার পরাগয়নের সাহায্য করে । সৌখিন মাছ শিকারী বা মাছ শিকারীদের কাছে নালসোর ডিমের ব্যাপক চাহিদা রয়েছে। মাছ ধরার টোপ হিসাবে যে কোন উপাদান থেকে নালসোর ডিম খুব উত্তম। তাই মাছ ধরার জন্য নালসোর পিপঁড়ার ডিম প্রতিদিন ২ থেকে ৩ মণ নালসোর পিপঁড়ার ডিম সংগ্রহ হয় শুধু সাতক্ষীরা থেকে সংগ্রহ করে সাতক্ষীরার মাছ শিকারী সরজম বিক্রয় দোকানদাররা। মাছ ধরার জন্য ব্যাবহার হয় এই নালসোর পিপঁড়ার ডিম । নালসোর পিপঁড়ার ডিম সাতক্ষীরা থেকে সংগ্রহ করে ঢাকা সহ সারা বাংলাদেশে সরবরাহ করে মাছ শিকারী সরজম বিক্রয় দোকানদাররা। নালসোর পিপঁড়া আমাদের জীববৈচিত্র পরিবেশে অনেক উপকার করে থাকে। নালসোর পিপঁড়ার ডিম ভাঙ্গা এবং বিক্রয় বন্ধ না হলে আমাদের জীববৈচিত্র পরিবেশে মারাত্নক বিপর্যয় হতে পারে। আর নালসোর পিপঁড়ার ডিম ভাঙ্গা জন্য দোকানদাররা লোক রেখে এই নালসোর পিপঁড়ার ডিম সংগ্রহ করে তা মাছ শিকারীদের কাছে ১ হাজার টাকা থেকে ১৫শত টাকা পর্যন্ত বিক্রয় করা হয়।
তাই নালসোর পিপঁড়ার ডিম ভাঙ্গা এবং বিক্রয় বন্ধ করে জীববৈচিত্র পরিবেশের মারাক্ত বিপর্যয় থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ করছি।
##