সাতক্ষীরায় স্থানীয় সমমনা ও সমউদ্যোগী এনজিওদের সাথে নেটওয়ার্কিং সভা


430 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় স্থানীয় সমমনা ও সমউদ্যোগী এনজিওদের সাথে নেটওয়ার্কিং সভা
মার্চ ২৪, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা ::
যুবকদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে শনিবার সকাল ১০ টায় সিডো সংস্থার আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ক্যাথলিক মিশন সাতক্ষীরার হলরুমে স্থানীয় সমমনা ও সমউদ্যোগী এনজিওদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিডোরে নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস। সিডোরে প্রোগ্রাম অফিসার আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক ফারুক রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, ফিংড়ি ইউনিয়ন যুব কমিটির সভাপতি মনির হাসান সোহাগ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফা খাতুন, সদস্য মনিরা খাতুন, মুজাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন আজকের যুবকরাই পারে সকল প্রকার প্রতিবন্ধকতা দুর করতে। ইতিহাসের পাতা খুজলেই দেখা যায় সর্বত্র বা সবসময় সমাজ ও দেশে দেশে যত অর্জন সম্ভব হয়েছে সব অবদান যুবকদের বা ছাত্র-ছাত্রীদের। এজন্য সমাজ পরিবর্তনে, বাল্যবিবাহ প্রতিরোধে, পারিবারিক নির্যাতন প্রতিরোধে এবং নারী নির্যাতন রোধে অগ্রনী ভূমিকা রাখতে পারে।