
ইব্রাহিম খলিল :
সাতক্ষীরা যশোর মাহাসড়কে সড়ক দুর্ঘটনায় জামসেদ আলী (২৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামসেদ কলারোয়ার হেলাতলার তোগান আলীর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, নছিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত নছিমন চালকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত কেরালকাটা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের সলেমানের ছেলে আব্দুল কাশেমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।