
আসাদুজ্জামান :
সাতক্ষীরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক গোলাম ফারুখের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এহতেশামুল হক।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, কামরুজ্জামান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা ম্যানেজার কাজল চন্দ্র দে, রিজিওনাল ম্যানেজার হাফিজ আল মামুন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সরকারকে অন্যান্য সংস্থার পাশাপাশি সহযোগিতা প্রদান এবং সুবিধা বঞ্চিত দরিদ্র, অতি দরিদ্র ও নারীর ক্ষমতা উন্নয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাজ করছেন।
ইতিমধ্যে এ প্রতিষ্ঠানটি জেলার ৫টি উপজেলার ৩৫০টি গ্রামের হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।