
আব্দুর রহমান :
সাতক্ষীরায় হাজী সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় সুন্দরবন হজ্ব কাফেলা’র উদ্যোগে কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলনে জেলায় প্রায় ৫ শতাধিক হাজী অংশ নেয়। হাজী সম্মেলনে সুন্দরবন হজ্ব কাফেলা’র পরিচালক আলহাজ্ব ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে একটি হলো হজ্ব। মানুষকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব হাজীদের। হাজীরা সমাজের সর্বজন শ্রদ্ধেয় এবং গুনী ব্যক্তি। তাদেরকে সবাই সম্মান করে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, মুফতি মনিরুল হক, আলহাজ্ব শেখ আজিজুল হক, আলহাজ্ব মাওলানা মঈন উদ্দীন, হাফেজ মাওলানা ইয়াহিয়া প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুন্সি খলিলুর রহমান, আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব মীর কাওছার আলী, আলহাজ্ব মীর মোরশেদ আলী, আলহাজ্ব মারুফ হাসান, আলহাজ্ব শেখ নাজমুল হক প্রমুখ। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিএমবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।