
আব্দুর রহমান ::
সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃক দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় মহিলা সেলাই প্রশিক্ষর্ণার্থীদের সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। সমাজের নানামুখী উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে তারা কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা আঞ্জুমান মুফিদুল ইসলাম এ জেলায় ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। আগামী দিনে এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ, আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুল খালেক, আব্দুর রশিদ, অধ্যাপক রফিউদ্দীন, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৩টি ব্যাচের মোট ১২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।