
ইব্রাহিম খলিল :
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১২ পিচ সোনার বারসহ এক সোনা পাচারকারিকে আটক করেছে বিজিবি।
সোমবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা ভোমরাবন্দর এলাকা থেকে সোনা পাচারকারিকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত সোনা পাচারকারি ভোমরা গ্রামের নিল রতন ঘোষের ছেলে জয়দেব ঘোস।
ভোমরা বিজিবি’র কোম্পানি কমান্ডার গোলাম সরোয়ার জানান, জয়দেব ঘোষ ভারতে পাচারের উদ্দেশ্য সোনাগুলো নিয়ে ভোমরা বন্দর দিয়ে ভারতে যাবার চেষ্টা করছিল। পতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তার দেহ তল্লাসি করে ১২ পিচ সোনার বারসব তাকে আটক করে। সে দীর্ঘদিন সোনা ভারতে পাচার করছে বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।