
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরায় ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে । বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা বাজারে এই সংবর্ধনা দেওয়া হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভড়ূখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ ,আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা শাজাজার কবির ।